নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ জেলার কাজিপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। এ দুর্ঘটনা আহতদের মধ্যে ৭ জনকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে বাসের সুপারভাইজার মিনাল চন্দ্র রায়ের পরিচয় পাওয়া গেলেও অন্যজনের পরিচয় পাওয়া যায়নি। শনিবার ভোর রাতে কাজিপুর-সিরাজগঞ্জ সড়কের সোনামুখী নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ও কাজিপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার লিয়াকত আলী জানান, শনিবার ভোর রাতে কুড়িগ্রাম জেলার ভুড়ুঙ্গামাড়ি থেকে সুমন এন্টারপ্রাইজের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো-ব, ১৪-৮৮১১) সিরাজগঞ্জ-কাজিপুর সড়ক হয়ে ঢাকা যাচ্ছিলো। বাসটি কাজিপুর-সিরাজগঞ্জ সড়কের সোনামুখী নামকস্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজারসহ ২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে নিহত ও আহতদের উদ্ধার করে। কাজিপুর উপজেলার নির্বাহী অফিসার শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কাজিপুর থানার ডিউটি অফিসার এএসআই মিজানুর রহমান জানান, বাস নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত হয়েছে। এদের মধ্যে এক জন বাসের সুপারভাইজার রয়েছেন।
দৈনিকদেশজনতা/ আই সি