নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যখন দেশের প্রধান বিচারপতি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘নিন্ম আদালতকে তো আপনারা কুক্ষিগত করে ফেলেছেন, উচ্চ আদালতকেও করতে চান। তখন আমাদের আর কথা বলার প্রয়োজন হয় না। আইনের শাসন থাকার কোন কারণও নাই। যখন আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় করণ করা হয় তখন দেশে আইনের শাসন বা বিচার ভেঙে পড়ে। তিনি জামালপুর শহরের দেওয়ানপাড়ায় একটি কমিউনিটি সেন্টারে বৃহস্পতিবার রাতে সাবেক জেলা শ্রমিক দলের সভাপতি ও পৌর চেয়ারম্যান মরহুম ফয়েজুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, গ্রামের হাটবাজার থেকে শেয়ার মার্কেট পর্যন্ত লুটপাট হয়েছে। সোনালী ব্যাংক থেকে হলমার্ক সাড়ে ৪ হাজার কোটি টাকা লুট করেছে। শেয়ার মার্কেটে লুট হয়েছে ৭২ হাজার কোটি টাকা। এ ছাড়াও বাংলাদেশ ব্যাংকসহ আরো বেশকটি ব্যাংক লুটের মুখে রয়েছে। অবাক হয়ে দেশের মানুষ বলে এত লুটের টাকা যায় কোথায়? কারা এই টাকা জমা রাখে এরা বিএনপির কেউ। জনগণ টাকা জামাকারীদের নাম ঠিকানা জানতে চায়।
মালেশিয়ায় সাড়ে ৩ হাজার বাংলাদেশির সেকেন্ড হোম তৈরী করেছে, গড়ে তুলেছে বেগম পাড়া। এসব করতে কাড়ি কাড়ি ডলার লাগে। লুটের টাকায় এসব হচ্ছে। ক্ষমতার মসনদ হেলে পড়া শুরু করতেই এই লুটপাটকারীরা সেখানে পাড়ি জমাবে। বাংলাদেশে এক কিলোমিটার রাস্তা বানাতে পাশ্ববর্তী ভারত পাকিস্তানের আলাপ বাদই দিলাম সুইজারল্যান্ডের চেয়েও বেশী খরচ হয়। ফ্লাইওভারে তৈরী করতে সাড়ে ৪’শ কোটি টাকার বাজেট বেড়ে ১২’শ কোটি টাকা হয়ে যায়। এই বাড়তি টাকা ক্ষমতাসীনদের পকেটে ঢুকছে। সুইচ ব্যাংকে ভারত পাকিস্তানের টাকা কমছে আর বাংলাদেশের জমা বাড়ছে। এই লুটপাটকারীদের হাত থেকে দেশকে বাঁচাতে দেশের মানুষসহ বিএনপি’র নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি প্রখ্যাত শ্রমিক নেতা মরহুম ফয়েজুর রহমানের শ্রমিক রাজনীতির বর্ণাঢ্য ইতিহাস তুলে ধরে তাঁর রেখে যাওয়া আদর্শ শ্রমিকদলের নেতাকর্মীদের লালন করার আহ্বান জানান।
জেলা শ্রমিকদলের আহ্বায়ক আব্দুস সোবহানের সভাপতিত্বে স্বরণসভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ ওয়ারেছ আলী মামুন, সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল হক খান দুলাল।
দৈনিকদেশজনতা/এন এইচ