শিল্প–সাহিত্য ডেস্ক:
মায়ের কোলে ছোট্ট শিশু
সবুজ আহম্মেদ
রোদ উঠেছে নীল আকাশে উঠেছে তারা
ছোট্ট শিশুর জন্য শুধু, দরদিয়া মা।
স্তুতি ভরা মায়ের কোলে ঘুমিয়ে থাকে শিশু,
দুঃখ পেলেও মায়ের মুখটি বলেনা আর কিছু।
দু’হাতে আগলে রেখে শুধুই করে আদর,
কোলে নিয়ে ঢেকে দেয় সে ভালোবাসার চাদর।
বৃষ্টি পরে গগন থেকে জমিনকে দেয় জল,
জলকে তখন ভাগ করে দেয় জমিন মাটির তল।
সেই জলেতে ভরা থাকে সকল নদ-নদী,
সমুদ্রে ঠেকবে বলে প্রাণের আকুতি।
ঠিক তেমনি মায়ের মন-জলের মত মন
শিশুকে ঘুমাবে বলে ঢের প্রত্যাশা, তবু নিজে ঘুমায় না!!
এভাবে সুপ্ত শিশুর কপালে চুমু-দেয় দরদি মা,
বুকের কাছে আগলে রাখে কষ্ট দেয় না।
দিবারাত্রি নয়ন ভরে দেখে শিশুর দিকে,
জেগে গেলেই ছোট্ট শিশুকে কিস্সা বলে সে।
রাতের বেলা মায়ের চোখে ঘুম আসে না কভু,
শিশুর পাশে বসে থাকে;গাছে পেঁচা ডাকে শুধু।
নিঝুম রাতে উঠান জুরে আসে চাঁদের আলো,
কোলে নিয়ে তখন তাকে বাসে অনেক ভালো।
মায়ের কোলে ছোট্ট শিশু করিলে প্রসাব,
ক্লান্ত হয় না তখনও মায়ে, সবি করে সাফ।
এভাবেই প্রতিটা রাত হয়ে যায় পার
রাতের শেষে দিন আসে এভাবেই প্রতিবার।
মায়ের মনে একটি আশা করে লুকোচুরি
প্রশংসাতে বড় হোক তার শিশুটি।