৭ই ডিসেম্বর, ২০২৫ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ২:২৩

নির্বাচন কমিশনের নতুন সচিব হেলালুদ্দীন আহমদ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদকে নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।এ ছাড়া জননিরাপত্তা বিভাগে সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হান্নানকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আনিসুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবিলম্বে এই আদেশ কার্যকর হবে।

অপর এক প্রজ্ঞাপনে নির্বাচন কমিশন সচিবালয়ের (ইসি) সচিব মুহাম্মদ আবদুল্লাহকে শিল্প মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। আর প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ড. নমিতা হালদারকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা কাউনাইন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

দৈনিক দেশজনতা/ এন আর

 

 

প্রকাশ :জুলাই ২০, ২০১৭ ৯:১৯ অপরাহ্ণ