২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫২

গাইবান্ধায় ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

অনলাইন ডেস্ক:
গাইবান্ধার পলাশবাড়িতে ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ছাত্রদলের ৪ কর্মীসহ ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরের দিকে এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পলাশবাড়ি সরকারী কলেজে ছাত্রদলের কমিটি গঠনের কথা ছিল বৃহস্পতিবার। সেই অনুযায়ী গাইবান্ধা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা পলাশবাড়ি কলেজে পৌঁছেন। সম্মেলন শুরুর আগে ছাত্রদলের একটি মিছিল কলেজ চত্বর প্রদক্ষিণ করতে থাকে। এসময় ছাত্রলীগের কর্মীরা ছাত্রদলের মিছিলে হামলা চালালে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া- পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। এসময় ছাত্রদল নেতা রাজিবসহ ৫ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ রাউন্ড শর্টগানের গুলিবর্ষণ করে। পলাশবাড়ি থানার ওসি মাহবুবুল আলম জানান, পুলিশ কলেজে সংঘর্ষের কথা শুনে ঘটনাস্থলে পৌঁছে। পরে শর্টগানের গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়।
দৈনিক দেশজনতা/ এন আর

প্রকাশ :জুলাই ২০, ২০১৭ ৯:১৪ অপরাহ্ণ