১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৫

চিকিৎসার জন্য শনিবার আল্লামা শফী ভারত যাচ্ছেন

নিজস্ব প্রতিবেদক:

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী উন্নত চিকিৎসার জন্য  ভারত যাচ্ছেন শনিবার। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সদস্য ও হাটহাজারী পৌরসভা হেফাজতের সভাপতি মাওলানা মীর ইদরিস সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উন্নত চিকিৎসার জন্য আজ চট্টগ্রাম থেকে ভারত যাওয়ার উদ্দেশ্যে ঢাকায় গেছেন আল্লামা শফী। তিনি আজ এবং আগামীকাল ঢাকার একটি মাদরাসায় অবস্থান করবেন। শনিবার একটি ফ্লাইটে ভারত যাবেন তিনি। মাওলানা ইদরিস আরও জানান, ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী আল্লামা শফীর চিকিৎসার বিষয়টি দেখাশোনা করবেন। আল্লামা শফীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন তার ছোট ছেলে মাওলানা আনাস মাদানী ও ব্যক্তিগত সহকারী মাওলানা শফিউল আলম।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ২০, ২০১৭ ৭:০৩ অপরাহ্ণ