২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:১৭

শুক্রবার বাচসাস নির্বাচন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) নির্বাচন (২০১৭-২০১৯) অনুষ্ঠিত হতে যাচ্ছে শুক্রবার। জাতীয় প্রেসক্লাবে ভোটগ্রহণসহ দিনব্যাপী নির্বাচনী নানা কার্যক্রম চলবে। সকাল ১০টায় শুরু হবে বার্ষিক সাধারণ সভা। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এর মধ্যে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জুম্মার নামাজ ও খাবারের জন্য এক ঘণ্টা ভোটগ্রহণে বিরতি থাকবে।

বাচসাস নির্বাচনে এবারই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। মোট ভোটার ৪৬৮ জন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে রহমান-নিশান ও লিটন-দর্পন প্যানেল। ২১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪২ জন প্রার্থী। এর মধ্যে রহমান-নিশান প্যানেলে সভাপতি পদে আবদুর রহমান ও সাধারণ সম্পাদক পদে ইকবাল করিম নিশান। লিটন-দর্পন প্যানেলে সভাপতি পদে লিটন এরশাদ ও সাধারণ সম্পাদক পদে কামরুল হাসান দর্পন নির্বাচন করবেন।

এছাড়া দুই প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন সহসভাপতি পদে বাদল আহমেদ, সীমান্ত খোকন, এনাম সরকার ও কামরুজ্জামান বাবু। যুগ্ম সাধারণ সম্পাদক পদে হামিদ মোহাম্মদ জসিম ও এম এস রানা। অর্থ সম্পাদক পদে নবীন হোসেন ও নাসিম রুমী।

সাংগঠনিক পদে সৈকত সালাহউদ্দিন ও তানভীর তারেক। আন্তর্জাতিক ও গবেষণা পদে রিমন মাহফুজ ও মাহমুদ মানজুর। মহিলা বিষয়ক পদে আবিদা নাসরিন কলি ও আনজুমান আরা শিল্পী। সংস্কৃতি ও ক্রীড়া রেজাউর রহমান রিজভী ও দাউদ হোসেন রনি। প্রচার ও প্রকাশনা পদে আবদুল্লাহ জেয়াদ ও সেখ সেলিম। দফতর পদে মইনুল হক রোজ ও নিপু বড়ুয়া।

কার্যনির্বাহী সদস্য পদে ৯টি পদের জন্য লড়ছেন ১৮ জন— মাহফুজ সিদ্দিকী, রাজা সিরাজ, মনিরুল ইসলাম মানিক, শফিকুল আলম মিলন, সিরাজুল ইসলাম সিরাজ, রেজাউল করিম রেজা, মুজাহিদ সামিউল্লাহ, সুরাইয়া রহমান মনি, রাহাত সাইফুল, রফিকুর রহমান রেকু, সাহাবুদ্দিন মজুমদার, মঈন আবদুল্লাহ, ইসরাফিল শাহীন, আলী হোসেন রকিব, আহমেদ তেপান্তর, মাহফুজুর রহমান, শেখ রাজিয়া সুলতান ও লুৎফর রহমান খান।

৭ জন কমিশনার নির্বাচন পরিচালনার দায়িত্বে আছেন— ফরিদ বাশার, ফাল্গুনী হামিদ, মাঈনুল হক ভূইয়া, মাহবুবুর রহমান আলমগীর, রেজাউল করিম শামীম, আবুল হোসেন মজুমদার ও এরফানুল হক নাহিদ।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২০, ২০১৭ ৪:১৬ অপরাহ্ণ