১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:০৪

আমেরিকার বিরুদ্ধে পাল্টা অবরোধের হুমকি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা অবরোধ আরোপের হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হুমকি দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, ইরানসহ অন্যান্য মুসলিম দেশের বিরুদ্ধে বিদ্বেষমূলক পদক্ষেপ গ্রহণকারী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও অবরোধ আরোপ করবে ইরান।
ইরানের প্রেসিডেন্ট রুহানিও বলেছে, যুক্তরাষ্ট্র যদি তাদের পদক্ষেপ বহাল রাখে তাহলে ইরানও পাল্টা পদক্ষেপ নেবে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার সময় যুক্তরাষ্ট্র স্বীকার করেছে ইরান পরমাণু চুক্তির বিধিবিধান মেনে চলছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার ইরানের ওপর নতুন করে অবরোধ করে যুক্তরাষ্ট্র। বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির কার্যক্রমের অভিযোগে ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।
ইরানের বিরুদ্ধে নতুন এই অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও ট্রেজারি মন্ত্রণালয় জানায়, এই নিষেধাজ্ঞার আওতায় থাকছে ইরানের বিত্তবান ১৮ নাগরিক, গোষ্ঠী ও নেটওয়ার্ক। যার প্রতিবাদে গতকাল ইরান এই ঘোষণা দিল। খবর এএফপি।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২০, ২০১৭ ৩:০৪ অপরাহ্ণ