২৬শে নভেম্বর, ২০২৪ ইং | ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৫৮

না’গঞ্জের ৪৫০ শিক্ষার্থী পেল স্কুল ব্যাগ

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে জেলা পরিষদের পক্ষ থেকে প্রাথমিক বিদ্যালয়ের ৪৫০ শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ তুলে দেয়া হয়েছে। মঙ্গলবার বিকালে দেওভোগ পানি ট্যাংকি এলাকায় অবস্থিত ২৮নং আদর্শ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন শিক্ষার্থীদের হাতে ব্যাগসহ শিক্ষা সামগ্রী তুলে দেন। এসময় শিক্ষা সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা উৎসবে মেতে উঠেন। মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, শিক্ষারমানকে বৃদ্ধি করার লক্ষ্যে জেলা পরিষদ প্রতিটি শিক্ষার্থীদের কাছে স্কুল ব্যাগ, খাতা, পেন্সিল, রবাট, স্কেলসহ শিক্ষা সামগ্রী বিতরণের কাজ শুরু করা করেছে। সরকার শিশু থেকে ১০ শ্রেণীর শিক্ষার্থীদের বেতন ছাড়া ফ্রি লেখা পড়াসহ বই দেয়া হচ্ছে। ২৮নং নারায়ণগঞ্জ আদর্শ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাজিয়া সুলতানা সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মর্গ্যান গালর্স স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল অশোক তরু, ২৮নং নারায়ণগঞ্জ আদর্শ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহুরা খাতুন, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ সেলিম, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিব, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আলী আহসান সজীব ও সাফায়াত হোসেন শুভ প্রমুখ।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১৯, ২০১৭ ১০:১৭ পূর্বাহ্ণ