১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৪

বিয়ের গুঞ্জন চলছে ক্রিস্টিয়ানো রোনালদোর

স্পোর্টস ডেস্ক:

গুঞ্জন চলছে ক্রিস্টিয়ানো রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ গর্ভবতী। সেটা অবশ্য এর আগে রোনালদো স্বীকার করেননি। অবশেষে বান্ধবীর গর্ভবতী হওয়ার বিষয়টি স্বীকার করেছেন পর্তুগীজ যুবরাজ। এল মুন্ডোস ম্যাগাজিন রোনালদোর দিকে প্রশ্ন ছুড়ে দেয় এভাবে, ‘আপনার আরো একটি সন্তান পৃথিবীর মুখ দেখার অপেক্ষায়। বিষয়টি নিয়ে আপনার অনুভূতি কেমন?’ এমন প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘যা আসতেছে সেটার জন্য আমি খুবই খুশি।’

সম্প্রতি যমজ সন্তানের (ইভা ও মাতেও) বাবা হয়েছেন রোনালদো। এ ছাড়াও তার সাত বছর বয়সী একটি ছেলেও রয়েছে।

রোনালদোর বান্ধবী জর্জিনার ইনস্টাগ্রামের গতিবিধি দেখে বোঝা যাচ্ছে তারা বিয়ের বিষয়টি নিয়ে ভাবছেন। সম্প্রতি জর্জিনা ইনস্টাগ্রামে একটি বিয়ের পোশাকের আইডি ফলো করছেন। সেটা থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যম গুঞ্জন ছড়াচ্ছে সন্তান প্রসবের আগে কিংবা পরে বিয়েটাও সেরে নিতে পারেন এই প্রেমিকযুগল।

অবশ্য এর আগে রোনালদোর ২২ জন বান্ধবী ছিল। জর্জিনা তার ২৩তম বান্ধবী। প্রেমের অনেক বন্দর পেরিয়ে অবশেষে জর্জিনার ঘাটে নোঙর ফেলেন কিনা রোনালদো সেটাই দেখার বিষয়।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১৯, ২০১৭ ৯:৫৪ পূর্বাহ্ণ