১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৪

ইসির রোডম্যাপ আ’লীগের ক্ষমতায় যাওয়ার নীলনকশা: মির্জা আলমগীর

নিজস্ব প্রতিবেদক:

ইসির রোডম্যাপ আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার নীল নকশা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে ‘বিএনপির ভিশন-২০৩০ নারী সমাজের উন্নয়ন ও অগ্রগতি’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, আগামী নির্বাচনের জন্য ইসি যে রোডম্যাপ প্রকাশ করেছে এটা আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার নীলনকশা।
ফখরুল আরো বলেন, প্রশ্নবিদ্ধ ব্যক্তির মাধ্যমে ইসি গঠন করা হয়েছে। এই নির্বাচন কমিশন নিরপক্ষেতা প্রমাণ দিতে পারেনি তারপরও আমরা বলেছি একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করলে সমর্থন পাবেন। অবাধ-সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা না করলে দেশের মানুষ আওয়ামী লীগকে পালাতেও দেবে না।
তিনি বলেন, বর্তমান সরকারের প্রবৃদ্ধি হচ্ছে শুধুমাত্র ধনী লোকদের হাজার হাজার টাকা লুট করা। অন্যদিকে গরিবরা গরিব থেকে গরিব হচ্ছে, থাকছে ফুটপাতে। তারা দেশে বাপের তালুকদারি মনে করে হাজার হাজার টাকা লুট করছে। আর সাধারণ মানুষ হাততালি বাজাবে আহ্ বেশ বেশ তা হবে না, তা হবে না।
বক্তৃতার এক পর্যায়ে তিনি বলেন, বর্তমান সরকার বিএনপি নির্বাচনে আসুক ও দেশে অবাধ-সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হউক তা চায় না।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৮, ২০১৭ ২:৪৯ অপরাহ্ণ