উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালীস্থ শাহপরীর দ্ধীপ হাইওয়ে পুলিশ বিশাল চালানের ইয়াবা ভর্তি ট্রাক সহ আটক দুই পাচারকারীর বিরুদ্ধে দায়ের করা মামলায় (মামলা নং -২৮ /১৭) ৫ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানান, ইয়াবা আটক অভিযানে নেতৃত্ব দেওয়া ইনচার্জ এসআই রাজেশ বড়ুয়া। উক্ত ইয়াবা আটকের দায়ের করা মামলার বাদী এএসআই ননী বড়ুয়ার মাধ্যমে আদালতে রিমান্ড আবেদন করা হবে।আটক পাচারকারী ২জনকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে আটক ইয়াবার প্রকৃত মালিক টেকনাফের লেদার জালাল আহমদ এর ছেলে চিহ্নিত ইয়াবা করেছ। ইয়াবা ভর্তি ট্রাকটি টেকনাফ উপজেলার লেদা গ্রামের জালাল আহম্মদের পুত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী হেলাল সিন্ডিকেটের। ঐ ইয়াবার চালান যশোরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধৃত ব্যক্তিরা জানান।প্রসংঙ্গতঃগত শনিবার ভোররাত সাড়ে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালীস্থ হাইওয়ে পুলিশের ইনচার্জ এস আই রাজেশ বড়ুয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ২ লাখ ৫৫ হাজার পিস ইয়াবা সহ ট্রাকটি জব্দ করেছে। এ সময় ২ জন পাচারকারীকে আটক করা হয়। আটকরা হলো মোহাম্মদ মিন্টু আলী (২৭) পিতা- আব্দুর রশিদ থানা শার্শা জেলা যশোর ও দেলোয়ার হোসেন (২০) পিতা মশিউর রহমান, কালিয়া, থানা শার্শা জেলা-যশোর। আটককৃতরা ঐ ট্রাকের চালাক ও হেলপার। জব্দকৃত ট্রাকের নাম্বার ঢাকা মেট্রো -ট-২০-৫১১১। উদ্ধারকৃত ইয়াবার মুল্য ৭ কোটি ৬৫ লাখ টাকা বলে জানান অভিযানে নেতৃত্ব দেওয়া বালুখালী শাহপরীর দ্বীপ পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই রাজেশ বড়ুয়া। তিনি আরো জানান, ইয়াবাসহ আটক দুই পাচারকারী জেলহাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড চাওয়া হবে। জানা গেছে, আটককৃত গাড়ি ও ইয়াবার মালিক লেদার হেলাল। তার নেতৃত্বে বিশাল সিন্ডিকেট বিপুল পরিমাণের ইয়াবার চালান ঢাকা হয়ে যশোরে নেওয়া হচ্ছিল বলে জানা গেছে। ঐ হেলালের বিরুদ্ধে টেকনাফ থানা সহ দেশের বিভিন্ন থানায় বহু মামলা ও সরকারের বিভিন্ন দপ্তরে বিস্তর অভিযোগ রয়েছে। এসআই রাজেশ বড়ুয়া জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে ১৫ জুলাই (শনিবার) ভোর সাড়ে ৩ টায় কক্সবাজার টেকনাফ সড়কের বালুখালী কাস্টমস চেকপোষ্ট সংলগ্ন পার হয়ে টিভি রিলে উপকেন্দ্রের কাছাকাছি চ্যালেঞ্জ পূর্বক উল্লেখিত নাম্বারধারী ট্রাকটিকে খালি অবস্থায় আটক করে জনসম্মুখে গাড়ির ইঞ্জিন চেসিসের ভিতর অভিনব কায়দায় লুকানো উল্লেখিত ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটক করা ২ পাচারকারীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করতঃজেল হাজতে প্রেরণ করা হয়।উখিয়া -টেকনাফের অনেকেরই দাবী আটক ট্রাকভর্তি ইয়াবার মালিক হেলাল ছাড়াও আরো কেউ জড়িত কিনা তা বের করতে প্রশাসনের নিকট জোর দাবী জানান।
দৈনিকদেশজনতা/ কায়সার হামিদ মানিক