১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৪
OLYMPUS DIGITAL CAMERA

ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪১

নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহে বিশেষ অভিযান চালিয়ে ৪১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলাব্যাপী সন্ত্রাস, নাশকতাবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ২৫ জন, হরিণাকুন্ডু থেকে ৩ জন, শৈলকুপা থেকে ৩ জন, কালিগঞ্জ থেকে ৪ জন, মহেশপুর থেকে ৫ জন ও কোটচাঁদপুর ১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৮, ২০১৭ ১:৩৩ অপরাহ্ণ