১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৪৩

ত্রিপুরাপল্লীর ৯ শিশুর মৃত্যু: ছয় স্বাস্থ্যকর্মীকে বদলি

নিজস্ব প্রতিবেদক:

হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ত্রিপুরাপল্লীর নয় শিশুর মৃত্যুর ঘটনায় ছয় স্বাস্থ্যকর্মীকে বদলি করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী। তিনি সাংবাদিকদের বলেন, ‘ত্রিপুরাপল্লীর নয় শিশুর মৃত্যুর ঘটনায় গাফিলতি পাওয়ায় স্বাস্থ্য বিভাগের ছয় কর্মীকে শাস্তিমূলক সন্দ্বীপের দুর্গম চরাঞ্চলে বদলি করা হয়েছে।’ মঙ্গলবার থেকে এই বদলি কার্যকর হবে বলেও জানান আজিজুল রহমান সিদ্দিকী।

তিনি আরো বলেন, ‘হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনায় বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরের পরে ফৌজদারহাট সংক্রামক ব্যাধি হাসপাতালে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।’ এর আগে গতকাল সোমবার ঢাকায় সংবাদ সম্মেলন করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচারক ডা. আবুল কালাম আজাদ জানান, সোনাইছড়ি ত্রিপুরাপল্লীর মৃত শিশুরা হামে আক্রান্ত হয়েছিল।

তিনি বলেন, ‘হাম ছাড়াও ব্যাপক অপুষ্টির কারণে শিশুরা দ্রুত মৃত্যু মুখে পতিত হয়।’ স্বাস্থ্য অধিদপ্তরের তদন্তে প্রমাণ হয়েছে, ত্রিপুরাপল্লীর শিশুরা জাতীয় টিকাদান কর্মসূচির বাইরে ছিল। একই ধরনের রোগে সেখানকার আরো ৯০ শিশু চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলেও জানা গেছে। উল্লেখ্য, গত বুধবার ত্রিপুরাপল্লীতে একসঙ্গে চার শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সেখানে যান। এর আগে একই ধরনের সমস্যায় সেখানে আরো পাঁচ শিশু মারা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৮, ২০১৭ ১:১৯ অপরাহ্ণ