১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১৯

শহরে বাড়ছে পুরুষদের বন্ধ্যাত্ব

নিজস্ব প্রতিবেদক:

দম্পতির সন্তান হচ্ছে না। চোখ বন্ধ করে বলে দেয়া হবে- স্ত্রীর সমস্যা রয়েছে। কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই এই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া হয়। অথচ পুরুষের বন্ধ্যাত্ব উল্লেখযোগ্য হারে বাড়ছে, বিশেষ করে শহরে। বিশেষজ্ঞদের মতে, ডিম্বাণু সুস্থ থাকলেও যদি শুক্রাণুর গুণগতমান ভালো না হয়, তা হলে ভ্রূণ তৈরি হবে না। চিকিৎসকদের মতে, পুরুষের বন্ধ্যাত্বের ক্ষেত্রে আধুনিক জীবনযাত্রার দায় অনেকটাই। চর্বিজাতীয় বা মশলাযুক্ত খাবার, বিভিন্ন নেশা, রাতের শিফটে ডিউটি এবং অতিরিক্ত টেনশন সবচেয়ে বেশি সমস্যা তৈরি করে। আধুনিক খাদ্যাভাসে চর্বিজাতীয়, অতিরিক্ত তেল-মশলাযুক্ত খাবার বেশি খাওয়া হয়। এই ধরনের খাদ্যাভাসের জেরে স্থূলতার সমস্যা তৈরি হয়। সঙ্গে থাকে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো সমস্যাও। এগুলো পুরুষদের বন্ধ্যাত্বের দিকে ঠেলে দেয়। পাশাপাশি অতিরিক্ত মদ্যপান এবং ধূমপানের জেরে পুরুষদের শুক্রাণু তৈরিতে সমস্যা হতে পারে। মদ এবং তামাকজাত পদার্থ সেবন করলে রক্তের স্বাভাবিক চলাচল বাধা পায়। তার জেরে পর্যাপ্ত শুক্রাণু তৈরি হয় না। গাড়ি চালানোও বন্ধ্যাত্ব ডেকে আনতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞদের একাংশ। তাদের মতে, ইঞ্জিনের গরম দেহের স্বাভাবিক প্রক্রিয়াগুলোর জন্য ক্ষতিকারক। তাই দিনের একটা বড় সময় গাড়ি চালালে সুস্থ শুক্রাণু তৈরি না হওয়ার ঝুঁকি থাকে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১৮, ২০১৭ ১:০১ অপরাহ্ণ