১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২১

রিয়াদে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত

দৈনিক দেশজনতা ডেস্ক:

সৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুই বাংলাদেশি। আল খারিজ থেকে ১০০ কিলোমিটার দূরের শহর রিয়াদে যাওয়ার পথে সোমবার রাত ১২টার দিকে রিয়াদের আল খারজ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশির নাম মোহাম্মদ রাকিব খান (৪৫)। আহতদের আল খারজ খালেদিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের নোয়াগাও গ্রামে। আহত দু’জনের মধ্যে মোহাম্মদ কামাল হোসেনের বাড়ি সিলেটে এবং নুর আলমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১৮, ২০১৭ ১২:৩৩ অপরাহ্ণ