১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২১

উত্তরের সঙ্গে সংলাপে আগ্রহী দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক:

উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক আলোচনার প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়াং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সপ্তাহখানেক পর এমন ইচ্ছা প্রকাশ করল দক্ষিণ কোরিয়া। খবর বিবিসির। উত্তর কোরিয়া এই প্রস্তাবে রাজি হলে ২০১৫ সালের পর এটাই হবে দু’দেশের মধ্যে শীর্ষ পর্যায়ের বৈঠক।

দক্ষিণ কোরিয়ার এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, কোরিয়া সীমান্তে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে যে উত্তেজনা বিরাজ করছে, তা প্রশমনের জন্যই এমন প্রস্তাব দেওয়া হয়েছে। সংলাপের মাধ্যমে দু’দেশের মধ্যকার উত্তেজনা অনেকটা কমে আসবে বলেও তিনি আশাবাদী।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন দীর্ঘদিন ধরেই উত্তরের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ইচ্ছা জানিয়ে আসছিলেন। সম্প্রতি বার্লিনেও ভাষণ দেয়ার সময় তিনি একই ইচ্ছার কথা জানান। অবশ্য জাতিসংঘসহ বিশ্বের পরাশক্তিগুলোর আহ্বান উপেক্ষা করে পরমাণু কর্মসূচি চালিয়েই যাচ্ছে উত্তর কোরিয়া।

জাতিসংঘ এই কর্মসূচিকে বিশ্বের জন্য হুমকি আখ্যা দিলেও পিয়ংইয়ং’র দাবি, যুক্তরাষ্ট্রসহ শক্তিধর দেশগুলোর কাছ থেকে নিজেকে নিরাপদে রাখতে তারা পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রেখেছে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৭, ২০১৭ ১২:১৮ অপরাহ্ণ