১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৩

পাওলির জীবনে ঋত্বিক

বিনোদন ডেস্ক:

টালিউডে পাওলি দাম নামটা খুবই জনপ্রিয়। সেই পাওলিকে নিয়ে সমালোচনা আর প্রশংসা প্রায় দুটোই সমান তালে হয়ে থাকে। ভালো ভালো ছবি যেমন তিনি দর্শককে উপহার দিয়েছেন তেমনই নিজের ঝুলি ভরিয়েছেন বেশ কিছু পুরস্কারেও। এবার পাওলি নিয়ে আসতে চলেছে তার নতুন ছবি। নাম ভারি অদ্ভুত ‘মাছের ঝোল’। সম্পর্ক আর অধিকার এ দুইয়ের রসায়নকে মিশিয়ে ছবি করছেন প্রতিম। সদ্য মুক্তি পেয়েছে এ ছবির ট্রেলার। আর এ ছবিতে পাওলিকে দেখা যাবে ঋত্বিকের স্ত্রী’র ভুমিকায়। চিত্রনাট্য অনুযায়ী ঋত্বিকের জীবনে আসে ২ জন নারী। আর এ দু’টি চরিত্রের মধ্যে একটিতে অভিনয় করতে দেখা যাবে পাওলি দামকে। অন্য চরিত্রে সৌরসেনীকে। ঋত্বিকের চরিত্রের নাম ভারি অদ্ভুত। তার নাম ‘খাবার’। তার ইচ্ছে রাঁধুনি হওয়ার। মায়ের উৎসাহে স্কলারশিপ পেয়ে বিদেশে পাড়ি দেন তিনি। কিন্তু বাবা তার এ কাজে একেবারেই উৎসাহ দেন না। তবুও বিদেশে গিয়ে শেফের কাজ করে ঋত্বিক ওরফে খাবার৷ কিন্তু ছেলের রাঁধুনির কাজে বাবার অমত থাকায় দেশে ফিরে না আসার সিদ্ধান্ত নেয় সে৷ একেবারে ভিন্ন স্বাদের ছবি আনতে চলেছেন পরিচালক প্রতিম ডি গুপ্তা। এখন দেখার পালা পরিচালক প্রতিমের হাতে করা মাছের ঝোল কতটা চেটে পুটে খায় বাঙালি দর্শক!

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ১৭, ২০১৭ ১১:৫৩ পূর্বাহ্ণ