১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫১

বিজিবির অভিযানে ৭ লক্ষ টাকার মালামাল জব্দ

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বার্মিজ সিগারেট, বার্মিজ সুপারি ও ১টি সিএনজি গাড়ি জব্দ করা হয়। এ সময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত মালামালের মূল্য ৬ লক্ষ ৯৫ হাজার ৫ শ টাকা বলে বিজিবি জানিয়েছেন। শনিবার দুপুরে জব্দকৃত মালামাল উখিয়ার বালুখালীস্থ শুল্ক গুদামে জমা দেওয়া হয়। মরিচ্যা যৌথ চেকপোষ্টের সুবেদার নজরুল ইসলাম বলেন, শনিবার সকালে এ অভিযান চালানো হয়। জব্দকৃত মালামালের মধ্যে ৩ হাজার ৫ শ বার্মিজ সিগারেট, ৪১ কেজি সুপারি ও ১ টি সিএনজি গাড়ি।

কায়সার হামিদ মানিক

প্রকাশ :জুলাই ১৬, ২০১৭ ৬:২৪ অপরাহ্ণ