উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ার বালুখালী কাষ্টমস্থ শাহপরীদ্বীপ হাইওয়ে পুলিশ গতকাল শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে ট্রাক সহ ২ লাখ ৫৫ হাজার পিস ইয়াবা নিয়ে দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃতরা হচ্ছে, যশোরর জেলার সারসা থানা গোয়াবাগান পাড়া গ্রামের ট্রাক ড্রাইভার আব্দুর রশিদের ছেলে মিন্টু আলী (২৭) ও হেলপার একই জেলার কালী আলী গ্রামের মৃত মশিউর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (২৩)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, টেকনাফ থেকে ঢাকা গামী ঢাকা মেট্রো ট ২০-৫১১১ নাম্বারের একটি ট্রাক শনিবার ভোর রাতে উখিয়ার ঘাট বালুখালী কাষ্টম হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে পৌছলে পুলিশ ব্যারিকেট দিয়ে গাড়িটি গতিরোধ করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গাড়ীতে তল্লাসি চালিয়ে গাড়ীর ছাউনির নিচের বক ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা প্লাষ্টিক মোড়ানো ২৭৫ টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়। উক্ত প্যাকেটে ২ লাখ ৫৫ হাজার পিস ইয়াবা ছিল।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজেশ বড়–য়া জানান, উত্তর বঙ্গের সংঘবদ্ধ একটি পাচারকারী চক্র ইতিপূর্বেও অনুরূপ ভাবে ইয়াবার চালান পাচার করে আসছে দীর্ঘ দিন ধরে। তাদের পেছনে লেলিয়ে দেয়া সোর্স মারফত খবরের সূত্রতায় শনিবার রাতভর হাইওয়ে পুলিশ সড়কের বিভিন্ন স্থানে উৎপেতে অবস্থান করে। অবশেষে শনিবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে ইয়াবার চালান বহনকারী খালি ট্রাকটি উখিয়ার ঘাট কাষ্টম চেকপোষ্ট অতিক্রম কালে হাইওয়ে পুলিশের ব্যারিকেটে পড়ে যায়। ট্রাকের পিছনে বিশেষ কৌশলে টোল বক্সের সাথে নির্মিত আলাদা একটি বক্স থেকে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রাজেশ বড়–য়া বাদী হয়ে গতকাল শনিবার উখিয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, পুলিশের ইতিহাসে আটককৃত এটি ইয়াবার সব চেয়ে বড় চালান। ইতিপূর্বে আইনশৃংখলা বাহিনীর অন্যান্য সংস্থার লোকজন আরো বড় চালান আটক করতে সক্ষম হলেও হাইওয়ে পুলিশের জন্য এটি উল্লেখ যোগ্য ইয়াবার চালান আটকের ঘটনা বলে প্রতীয়মান।
কায়সার হামিদ মানিক