১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৭

নারায়ণগঞ্জে দেড় লাখ ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ট্রাক থেকে প্রায় দেড় লাখ পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার সকালে নগরীর শিমরাইলে ডাচ বাংলা ব্যাংকের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মো. নুরুল ইসলাম ও মো. আলম। জেলা গোয়েন্দা পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিমরাইলে ডাচ বাংলা ব্যাংকের সামনে থেকে একটি ট্রাক (ঢাকা মেট্রো ল ১৫-২২১৩) আটক করা হয়। এরপর তল্লাশি চালালে ট্রাকে ১ লাখ ৬৭ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় ইয়াবা পাচার ও বিক্রির সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয় দু’জনকে। নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের জিজ্ঞাসাবাদ চলছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ১৬, ২০১৭ ৩:১৯ অপরাহ্ণ