১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৩

সিরিয়ায় বিমান হামলায় শিশুসহ নিহত ১০

অনলাইন ডেস্ক :
সিরীয় রাজধানী দামেস্কের ইন তারমা শহরতলীতে একটি বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। শহরতলীটি মূলত বিদ্রোহীদের দখলে। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, শুক্রবারের (১৪ জুলাই) এ বিমান হামলায় কমপক্ষে দুই শিশু নিহত হয়েছে। পূর্বাঞ্চলীয় ঘোউটা এলাকায় এ হামলা করা হয়েছে। ওই এলাকাটির কিছু অংশ সিরীয় সরকার ২০১৩ সাল থেকে ঘেরাও করে রেখেছে সরকারি বাহিনী। সিরিয়ান অবজারভেটরির তথ্য অনুযায়ী এ ঘটনায় বহুসংখ্যক মানুষ আহত হয়েছে এবং নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। বিদ্রোহী অধিকৃত হওয়ায় সম্প্রতি ইন তারমা শহরতলীতে ভারী বোমা বর্ষণ বাড়িয়ে দিয়েছে। হোয়াইট হেলমেট নামে পরিচিত সিরিয়া সিভিল ডিফেন্স শুক্রবারের বিমান হামলার একটি ভিডিও প্রকাশ করেছে। সূত্র: আল-জাজিরা
দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৬, ২০১৭ ৩:০৯ অপরাহ্ণ