নিজস্ব প্রতিবেদক:
চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের চাংশু শহরে একটি দোতলা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাড়ির ২২ বাসিন্দার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার ভোর সাড়ে চারটার সময় ওই বাড়িতে আগুন লাগে। পরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনের সূত্রপাতের বিষয়ে জানতে তদন্ত শুরু হয়েছে। তবে ওই বাড়িতে কতো লোক বাস করে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

