১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৯

বিজিবিতে আরো ৯৭ নারী সৈনিক

নিজস্ব প্রতিবেদক:

ছয় মাসের প্রশিক্ষণ শেষে বিজিবিতে যোগ দিলেন আরো ৯৭ জন নারী সৈনিক। সব মিলিয়ে এখন ২৮৯ জন নারী সৈনিক এ বাহিনীতে যুক্ত হলেন। রোববার সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল মাঠে তাদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মহাপরিচালক শ্রী কে কে শর্মা।

বিজিবির নবীন নারী সৈনিকদের উদ্দেশে শর্মা বলেন, ‘আপনারা পুরুষ সৈনিকদের থেকে পিছিয়ে নেই। আপনারা যোগ দেওয়ায় এ বাহিনীর কার্যকারিতা আরো বাড়বে।’

বিজিবির ৯০তম ব্যাচে ১০০ জন নারী সৈনিক প্রশিক্ষণ শুরু করলেও শেষ পর্যন্ত চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯৭ জন রোববার সমাপনী কুচকাওয়াজে অংশ নেন। এই ব্যাচে নারী-পুরুষ মিলিয়ে মোট ৪৩৩ জন সৈনিক প্রশিক্ষণ পর্বে উত্তীর্ণ হয়েছেন। তাদের মধ্যে সব বিষয়ে সেরা হয়েছে নারী সৈনিক পাপিয়া আক্তার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের কমাডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসেন।

এর আগে ২০১৫ সালে বিজিবি মহাপরিচালক বিএসএফের আমন্ত্রণে তাদের নবীন সদস্যদের কুচকাওয়াজে যোগ দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় এবার বিএসএফের মহাপরিচালক এসেছেন বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. মহসিন রেজা।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৬, ২০১৭ ২:০৬ অপরাহ্ণ