১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:১২

আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালাচ্ছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক:

সাভারের আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি একতলা বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে র‌্যাব। শনিবার দিবাগত রাত ১টা থেকে আশুলিয়ার নয়ারহাট চৌরাবালি এলাকার ইব্রাহিম নামে এক ব্যক্তির বাড়ি ঘেরাও করে অভিযান শুরু হয়। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, জঙ্গিদের অবস্থান নিশ্চিত হয়ে ওই বাড়িটি ঘেরাও করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে রাত ৩টার দিকে বাড়ির ভেতর থেকে গুলি ছোড়া হয়। রোববার সকাল সাড়ে ৭টার দিকে ওই বাড়ি থেকে আবারো গুলি এবং বোমার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তিনি আরো জানান, প্রথম থেকেই তাদের আত্মসমর্পণের আহ্বান জানানো হচ্ছে। বাড়িতে একাধিক জঙ্গি অবস্থান করছেন এবং তাদের কাছে শক্তিশালী বিস্ফোরক দ্রব্য রয়েছে। বর্তমানে বাড়িটির আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। র‌্যাবের বিশেষ ইউনিট এবং বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। আজাদ নামে এক ব্যক্তি নিজেকে পোশাক শ্রমিক পরিচয় দিয়ে বাড়িটি ভাড়া নেন বলে র‌্যাবের ওই কর্মকর্তা জানান।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১৬, ২০১৭ ৯:৫৮ পূর্বাহ্ণ