১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৬

বাংলাদেশের রাহাত পেলন দ্য কুইন্স ইয়াং লিডারস অ্যাওয়ার্ড ২০১৭

দৈনিক দেশজনতা ডেস্ক:

গুলশান লিংক রোডে রিকশা ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে মারাত্মক দুর্ঘটনার শিকার হন বয়স্ক এক নারী। পা ভেঙে যায়, মাথা থেকে রক্তক্ষরণ হয়। দুর্ঘটনার শিকার ওই নারীর সাহায্যে তাৎক্ষণিকভাবে এগিয়ে আসেনি কেউ। ও পথেই যাচ্ছিলেন রাহাত হোসেন। তিনি দ্রুত মহিলার দিকে এগিয়ে যান। তার প্রচেষ্টায় সে যাত্রা বেঁচে যান মহিলাটি। এভাবেই গত দুই বছর ধরে দুর্ঘটনায় শিকার মানুষের পাশে দাঁড়াচ্ছে রাহাতের ক্রিটিকালিংক।

ক্রিটিকালিংক স্বেচ্ছাসেবী সংগঠন। এর মাধ্যমে রাহাত হোসেন সমাজ বদলে ভূমিকা রাখার জন্য পেয়েছেন ‘দ্য কুইন্স ইয়াং লিডারস অ্যাওয়ার্ড ২০১৭’। এই পুরস্কার পাওয়া ৬০ জন তরুণই ছিলেন কমনওয়েলথভুক্ত বিভিন্ন দেশের। এ বছর বাংলাদেশ থেকে এই পুরস্কার পেয়েছেন আরেক তরুণ সাজিদ ইকবাল। ২৯ জুন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের হাত থেকে এই পুরস্কার নিয়েছেন ক্রিটিকালিংকের সহ-প্রতিষ্ঠাতা বাংলাদেশী তরুণ রাহাত হোসেন।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১৬, ২০১৭ ৯:৫০ পূর্বাহ্ণ