১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৬

লন্ডনের উদ্দেশ্যে খালেদা জিয়ার যাত্রা সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক:

যুক্তরাজ্যের উদ্দেশে শনিবার সন্ধ্যায় ঢাকা ছাড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এমিরাটস এয়ারলাইন্সের ৫৮৭ ফ্লাইটে সাড়ে ৭টায় লন্ডনের উদ্দেশে রওনা হবেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যা ৬টায় গুলশানের বাস ভবন থেকে বিএনপি চেয়ারপারসন বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরাটস এয়ারলাইন্সের লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।

খালেদা জিয়ার সফর সঙ্গি হবেন- তার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার ও গৃহকর্মী ফাতেমা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, তার নেত্রী চোখ ও পায়ের চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন।

খালেদা জিয়া কবে নাগাদ ফিরবেন- সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, ‘এটা নির্ভর করবে তার চিকিৎসার উপর।’ লন্ডনে যাওয়ার আগে গত বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন খালেদা জিয়া, যেখানে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

২০০৬ সালে ক্ষমতা হারানোর পর লন্ডনে খালেদা জিয়ার এটি তৃতীয় সফর। ২০১১ সালে যুক্তরাষ্ট্র ঘুরে দেশে ফেরার পথে বড় ছেলে তারেক রহমানকে দেখতে যুক্তরাজ্যে গিয়েছিলেন তিনি। এরপর ২০১৫ সালে ১৬ সেপ্টেম্বর একবার তিনি লন্ডন যান।

ওই সময় চোখ ও পায়ের চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে বড় ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন তিনি। দুই মাসের বেশি সময় লন্ডনে অবস্থান করে ২১ নভেম্বর দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৫, ২০১৭ ৪:৩৩ অপরাহ্ণ