১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৬

‘সাপ মেরে বিপদ ডেকে আনবেন না’

নিজস্ব প্রতিবেদক:

প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সাপ না মেরে বন অথবা প্রাণী বিভাগকে দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এ আহ্বান জানান। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সাপ না মেরে বন অথবা প্রাণী বিভাগকে দেওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শনিবার নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি এ আহ্বান জানান। রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সাপ মেরে ফেলায় দুঃখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘ভয়ে ভয়ে একটা কথা বলি! যতদূর জানি সাপ নিরীহ প্রাণীদের একটা। সাপ শুধুমাত্র আঘাত পেলে ছোবল দেয়।’

তিনি বলেন, ‘কয়েকদিন থেকে দেখছি রাজশাহী থেকে শুরু করে বাংলাদেশের আনাচে-কানাচে সাপ খুঁজে খুঁজে মারা হচ্ছে। প্রায় সব পত্রিকা সেটা গ্রহণযোগ্যভাবে প্রচার করছে। না বুঝে নতুন করে মানুষ সাপ মারতে উৎসাহিত হচ্ছে। এইসব জায়গার কোথাও সাপের কামড়ে সম্প্রতি কেউ মারা গেছেন তাও শোনা যায়নি। কিন্তু তবুও চলছে সাপ মারা।’

প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সাপের অবদান তুলে ধরে শাহরিয়ার আলম বলেন, ‘আপনারা জানেন প্রাকৃতিক ভারসাম্য ধরে রাখতে সাপের অবদান? পোকামাকড়, কীটপতঙ্গ সাপের প্রধান খাবার? সাপ এগুলো না খেলে আমরা হয়তো টিকতে পারতাম না। ইঁদুরের গর্তে ঢুকে সাপ ইঁদুর ধরার জন্য। যেসব জায়গায় সাপ ধরে ধরে মারা হচ্ছে সেসব জায়গায় আগেও সাপ ছিল, বাচ্চা হতো। সেই সাপগুলো ইঁদুর নিধন করতো। বর্তমান ধারা চলতে থাকলে এই জায়গাগুলো ইঁদুরের দখলে চলে যাবে। আর ইঁদুর যে কি ক্ষতি করতে পারে, তা আমরা সকলেই জানি এবং বুঝি।’

পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘ঝুঁকি মনে হলে বাসায় কার্বলিক এসিড রাখবেন। খুব সমস্যা মনে হলে সাপ ধরে (গ্রামে সাপ ধরার মানুষ পাওয়া যায়) বন বিভাগ বা প্রাণী বিভাগে দিয়ে দিবেন। কিন্তু অযথা সাপ মেরে নতুন বিপদ ডেকে আনবেন না দয়া করে।’ বাংলাদেশের হাসপাতালগুলোতে এখন যথেষ্ট পরিমাণ এন্টিভেনম (কাপে কামড় দিলে প্রতিষেধক) আছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৫, ২০১৭ ৪:২৬ অপরাহ্ণ