নিজস্ব প্রতিবেদক:
নিবন্ধিত শিক্ষকদের নিয়োগের দাবিতে আমরণ অনশন শুরু করেছে ‘বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধিত নিয়োগবঞ্চিত জাতীয় ঐক্য পরিষদ’। শনিবার (১৫ জুলাই) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটির কয়েক শ’ সদস্য এ কর্মসূচিতে অংশ নেন। সংগঠনটির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, প্রথম থেকে ১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের বেশিরভাগকে এখানো নিয়োগ দেয়া হয়নি। অথচ আবারো নতুন করে সার্কুলার দেয়া হচ্ছে। তাদের দাবি, পূর্বের নিবন্ধনধারীদের আগে নিয়োগ দেয়া হোক। অবিলম্বে দাবি মানা না হলে সংগঠনটি কঠোর আন্দোলনে যাবে বলে জানান তিনি।
দৈনিক দেশজনতা /এমএইচ