১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫১

তুরস্কে ৭ হাজার কর্মকর্তা-কর্মচারিকে বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক:

অভ্যুত্থানের অভিযোগে তুরস্কে আরো ৭ হাজার কর্মকর্তা-কর্মচারি বরখাস্ত করা হয়েছে। প্রথমবার অভ্যুত্থানের প্রথমবার অভ্যুত্থান প্রচেষ্টার এক বছরের মাথায় ফের এ ঘটনা ঘটলো। বরখাস্ত হওয়াদের তালিকায় রয়েছে পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। তালিকাভুক্তদের মধ্যে ২৩০৩ জন পুলিশ কর্মকর্তা, ৩০২ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছেন। গত বছরের অভ্যুত্থান প্রচেষ্টাকে ঘিরে সৃষ্ট অস্থিরতার প্রতিক্রিয়া হিসেবে বিচার বিভাগ, পুলিশ ও শিক্ষাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহে চাকুরিচ্যুতির মাধ্যমে এ শুদ্ধি অভিযান চালায় দেশটি। সর্বশেষ ৫ জুন থেকে চাকরিচ্যুতদের একটি তালিকাসহ শুক্রবার সরকারি গেজেট প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, ‘যাদেরকে বরখাস্ত করা হয়েছে তারা রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের সাথে জড়িত এবং সন্ত্রাসী সংগঠনের সদস্য।’ এ ব্যাপারে তুর্কি সরকার বলছে, নিরাপত্তা হুমকি মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এদেরকে চাকরিচ্যুত ও গ্রেফতার করা হয়েছে। কিন্তু সমালোচকদের মতে, এর্দোগান তার রাজনৈতিক বিরোধী শক্তিকে কন্ঠরোধ করার চেষ্টা করছেন। উল্লেখ্য, গত বছর ১৫ জুলাই-এ ঘটে যাওয়া বড় ধরণের অভ্যুত্থান প্রচেষ্টার এক বছর পূর্ণ হল আজ শনিবার। ২০১৬ সালের এ দিনে বিদ্রোহকারী সৈন্যরা বিভিন্ন স্থাপনা ও নাগরিকদের ওপরে বোমা বর্ষণ ও গুলি চালায়। এ সময় সাধারণ নাগরিকরা এ অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় নেমে এলে সৃষ্ট সহিংসতায় ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

দৈনিক দেশজনতা/আই সি

প্রকাশ :জুলাই ১৫, ২০১৭ ২:০৭ অপরাহ্ণ