নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া গ্রামে বালতির পানিতে পড়ে ময়না নামের আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানায় তার পরিবার। নিহত শিশুটি দুলাল মুন্দিয়া গ্রামের জিল্লুর রহমানের মেয়ে।
জিল্লুর রহমান জানান, সন্ধ্যার সময় তার মেয়ে খেলা করছিল। বারান্দার পাশে একটি প্লাস্টিকের বালতির ভিতর পানি ভরা ছিল। ময়না ওই পানি ভরা বালতির ভিতরে পড়ে যায়। এসময় শিশুটির মাথা বালতির ভিতরে ও পা দুটি উপরে ছিল। এটা শিশুটির দাদি দেখতে পেয়ে বালতির ভিতর থেকে তাকে উদ্ধার করে। তবে এর আগেই তার মৃত্যু হয়।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

