১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০১

আজকের দিনে আপনার রাশিফল

মেষ রাশি : আপনার জন্য আজকের দিনটা শুভ। ঘরে কোনো ব্যাপার নিয়ে অশান্তি হতে পারে। মেডিকেল ও পরিবহণ বিভাগের সাথে নিযুক্ত ব্যক্তিরা আজকে কর্মে সাফল্য পাবেন। বিদ্যার্থীরা মন শান্ত রাখার চেষ্টা করুন। আজ আপনি আপনার যোগ্যতা দিয়ে নিজেকে প্রমাণ করতে পারবেন এবং অন্যের মন ও জয় করতে পারবেন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে ভেবে দেখুন। আপনাকে আজ অনেকেই ভাবতে পারে যে আপনি ভীষণ জেদি, একগুঁয়ে এবং বিভ্রান্ত। অবশ্য আপনি নিজেও জানেন যে আপনার এই বৈশিষ্ট্যগুলো কিছুটা আছে। আপনি আজ কিছুটা বিভ্রান্ত থাকবেন, দু’রকম সিদ্ধান্তের মধ্যে কোনটি সঠিক তা বিচার করতে আপনি দ্বিধায় পড়ে থাকবেন। বাস্তবের কথা মাথায় রেখে চিন্তা করুন।

বৃষ রাশি : আপনার আজকের দিনটা শুভ। বুকের ব্যথায় কষ্ট পেতে পারেন। আজকে কোনো সিদ্ধান্ত নেবেন না। শিপিং ও সেলস ম্যানদের আজকে উন্নতির সম্ভাবনা আছে। স্টুডেন্টরা পরিশ্রমের ফল পাবেন। নিজের ওপর বিশ্বাস রাখুন, অন্যের হস্তক্ষেপকে আজ প্রাধান্য দিন। আজ কিছু সাফল্য আপনাকে উৎসাহিত করবে। তবে আজ আপনার মন এবং মস্তিষ্ক ভিন্ন কথা বলবে। দিনের শেষে আপনার মনোবল দুর্বল হলে তাতে চিন্তার কিছু নেই। কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বা প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে নিজের ওপর বলপ্রয়োগ না করাই আজ ভালো আপনার ক্ষেত্রে।

মিথুন রাশি : আপনার আজকের দিনটা শুভ-অশুভ মিশ্রিত, কোমরে বা পিঠে ব্যথা হতে পারে৷ হিসাব শাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করছেন তারা আজ শুভ ফল পাবেন। রেল ও হাসপাতালের কর্মীরা সফলতা পাবেন। কাউকে ভালো লাগলে আজকের দিনে তাকে তা জানাতে পারেন। আজকের দিনটা আপনের কড়া শাসনে কাটবে। কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেউ জোর করতে পারে তবে সেটা দিয়ে যদি আপনার ভালো হতে পারে বলে মনে করেন তবেই তা মেনে চলুন। অথবা নিজেকে তা দিয়ে শুধুমাত্র অনুপ্রাণিত করুন। আজ আপনার লক্ষ্য বিকৃতি ঘটতে পারে, নিজেকে দিশেহারা না করে যেদিকে ইচ্ছে সেই দিকেই যান। আজ আপনার দাবার শেষ দান দেওয়ার দিন অর্থাৎ নিজেকে সেভাবেই তৈরি করুন৷ দ্বন্দ্বে না গিয়ে দৃঢ়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করুন৷

কর্কট রাশি : অতিরিক্ত রক্ষণশীল মানসিকতা অন্যের বিরক্তির কারণ হতে পারে৷ পরোপকারের কারণে অর্থ ব্যয়ের যোগ আছে৷ প্রেমিকার কাছে আপনার মতামত খুলে বলুন৷ ব্যবসায়ীরা অর্থ বিনিয়োগ করুন৷ সঙ্গীকে যেকোনো বিষয়ে সহায়তা করুন৷ বন্ধুদের জ্ঞানকে উপেক্ষা করুন৷ আজ আপনি চরম মানসিক বিভ্রান্তির মধ্যে থাকতে পারেন৷ নিজের মধ্যে বিতর্ক বাসা বাঁধতে পারে৷ নিজের অভ্যন্তরে একটা দ্বন্দ্ব বেড়ে উঠতে পারে আজ৷ বাস্তবে বিশ্বাস করবেন নাকি কল্পনায় বিশ্বাস করবেন? তা নিয়েও বিভ্রান্ত থাকবেন৷ অন্যের থেকে সাহায্য নিলে সেটাও আপনাকে বিভ্রান্ত করবে৷ পুরোপুরিভাবে কোনো কিছুই বিশ্বাস করতে পারবেন না৷ তাই অন্যের মতামত নিয়ে সেটাকে নিজের মতো করে গুছিয়ে নিন প্রথমে৷ তারপর সময় অনুযায়ী কাজ করুন৷

সিংহ রাশি : আপনার আজকের দিনটা মধ্যম৷ তবে গলার ব্যথায় কষ্ট পাবেন৷ কর্মস্থলে ভালো ব্যক্তি হিসেবে সুনাম হবে৷ ফটোগ্রাফির স্টুডেন্টরা সফলতা পাবেন৷ বন্ধুদের সহযোগিতা করুন৷ সমতা বজায় রেখে চলাটা আজ আপনার কাছে চ্যালেঞ্জ৷ একটা দ্বন্দ্ব বেড়েই চলছে আপনার জীবনে, যার সমাধান সূত্র আপনি খুঁজে পাচ্ছেন না৷ ঠিকাছে, ওই বিষয়টি নিয়ে বেশি মাথা ঘামাতে হবেনা৷ সমাধান সূত্র ঠিক সময়ে বেড়িয়ে আসবে৷ কোনো জটিল পরিস্থিতি নিয়ে বেশি মাতামাতি করতে তাতে জট পড়তে পারে তাতে৷ আর সেই জট ছাড়ানো আরও কঠিন হয়ে যাবে৷ নতুন কোনো সুযোগ আসতে চলেছে৷

কন্যা রাশি : আপনার আজকের দিনটা মধ্যম৷ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সবার সাথে আলোচনা করুন৷ নিজের ভালোবাসার মানুষের সাথে সময় কাটান৷ আপনার জীবনের যেকোনো ক্ষেত্রে একটা টেনশন তৈরি হতে পারে৷ তবে আজ আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যেতে পারে৷ হাতে যেসব সিদ্ধান্ত রয়েছে সেগুলো নেওয়ার সময় নাহয় আপনি খুব কল্পনাপ্রবণ হয়ে পড়বেন না হয় অতিরিক্ত বাস্তবিক হয়ে পড়বেন, যার কোনোটাই কাম্য নয়৷ ভীষণ গুরুত্বপূর্ণ হল নিজের সীমাটা ভালোভাবে বুঝে নেওয়া৷

তুলা রাশি : আজ কোনো নতুন পরিকল্পনা নেবেন না৷ কর্ম ক্ষেত্রে ছোট কোনো শত্রুতা থেকে ঝগড়া হতে পারে৷ চিকিৎসকরা কর্মে সাফল্য পাবেন৷ যাদের ওপর ভরসা করতে পারেন তাদের সাথেই সময় কাটান৷ কোনো অপ্রত্যাশিত বাধা আসতে পারে আজ৷ আপনার কাল্পনিক স্বভাব বাস্তবের সঙ্গে সংঘাত তৈরি করতে পারে৷ যা আপনাকে কাজ করতে বাধা দিতে পারে৷ আপনার আবেগ আপনার কাজে বাধা দিতে পারে৷ তবে আবেগকে উপলক্ষে করবেন না আবার প্রশ্রয়ও দেবেননে৷ নিজেকে দৃঢ় প্রতিজ্ঞ রাখুন৷

বৃশ্চিক রাশি : আপনার আজকের দিনটা ভালো-মন্দে মিশ্রিত৷ আপনার মিষ্টি বাক্য দ্বারা সবার মন জয় করুন৷ ব্যবসায় বিনিয়োগ করতে পারেন৷ আই টি সেক্টরের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকে সফলতা পাবেন৷ নিজের থেকে একটু বেড়িয়ে বহির্বিশ্বকে এবার একটু দেখুন৷ বাইরে আপনার জন্য এনেছ কিছু অপেক্ষা করে আছে৷ গুরুজনদের মতামতকে মনোযোগ দিয়ে শুনুন৷ পুরোনো সম্পর্ক আপনের মধ্যে চেপে বসে আছে৷ তা যদি আপনাকে বিব্রত করে, তবে তার থেকে বেড়িয়ে আসুন৷ বন্ধুদের সাথে সময় অতিবাহিত করুন৷ সুযোগ থাকলে তাদের সঙ্গে বাইরে কোথাও বাড়িয়ে আসুন৷

ধনু রাশি : আপনার আজকের দিনটা মধ্যম৷ সকল ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন৷ বিবাহিত ব্যক্তিদের আজকের দিনটা ভালো কাটবে৷ রাজনীতি জগতের সাথে যুক্ত ব্যক্তিরা কর্মে সফলতা পাবেন৷ ব্যবসায়ে বিনিয়োগ করবেন না৷ আজকের সমস্ত সংবাদে মননিবেশ করুন৷ শুধুমাত্র যেসব সংবাদ সহজেই দৃষ্টিতে আসে সেগুলোই নয়, সবরকম সংবাদই গ্রহণ করার চেষ্টা করুন৷ তাতে আপনার অনেক সুবিধা হতে পারে নিজের কাজের ক্ষেত্রে৷ আজ কিছু সমাজসেবা করুন৷ সমাজের জন্যও আপনার কিছু করার আছে৷ আপনার পরিবারে নতুন কেউ আসতে চলেছে৷

মকর : আপনার আজকের দিনটা মোটামুটি ভালোই যাবে৷ স্পাইনাল কর্ডে ব্যথা হতে পারে৷ উচিত কথা বললে সমস্যায় পড়বেন৷ প্রাক্তন প্রেমিকের সঙ্গে দেখা হতে পারে৷ কষ্টসাধ্য কাজ করুন৷ তাতে আপনার সুফল লাভের আশা রয়েছে৷ অতীতের ভুল নিয়ে আক্ষেপ করবেন না৷ পুরাতন সমস্যা সমাধান হতে পারে৷ স্বপ্নকে সত্যি করতে গেলে সেই অনুযায়ী কাজ করুন৷ অন্যকে উৎসাহিত করার মতো গুণ আপনার মধ্যে রয়েছে৷ সেটাকে কাজে লাগান৷

কুম্ভ : আপনার জন্য আজকের দিনটা শুভ৷ সকল ক্ষেত্রে বিবেচনা করে তবেই কোনো সিদ্ধান্ত নেবেন৷ কোনো জমি বা বাড়ি ক্রয় করতে হলে তা ১ থেকে ২.৪৫ এর মধ্যে করুন৷ বিদ্যার্থীরা আজ ভালো ফল পাবেন৷ গতকাল যে কাজ খুব সহজে করতে পেরেছিলেন আজ তা আপনার জন্য কষ্টসাধ্য হয়ে উঠতে পারে৷ বর্তমান কোনো কাজের জন্য দেওয়ালে মাথা ঠোকার পরিস্থিতি হতে পারে৷ আপনার গতিবেগ আজ একটি ধীর গতির হতে পারে৷ এই সময়টাকে অন্যভাবে ব্যবহার করুন৷ নিজের শৈল্পিক স্বত্বাকে এই সময় একটু ঘষেমেজে নিন৷

মীন : আপনার জন্য আজকের দিনটা মধ্যম৷ মনের কোনো আশা পূরণ হতে পারে৷ কোন মহিলার দ্বারা প্রতারিত হতে পারেন৷ প্রাক্তন বান্ধবীর সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে যাবে৷ স্ত্রীর সঙ্গে ছোট কারণে ঝগড়া হতে পারে৷ গতকালের তুলনায় আজকের দিনটি আপনার খারাপ যাবে৷ তবে এটাই আপনার জন্য ভালো খবর হতে পারে৷ ধৈর্য ধরে রাখুন৷ সব সমস্যার সমাধান হয়ে যাবে৷

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১৫, ২০১৭ ১২:৩২ অপরাহ্ণ