নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীতে স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্বামী মো. হানিফকে আটক করেছে পুলিশ। হানিফ নেত্রকোনার কেন্দুয়া থানা এলাকার মজনু মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছে, নিহত খুকু মনি স্বামীর সঙ্গে টঙ্গীর বড় দেওড়া এলাকার পরানমন্ডলের টেক এলাকার সিদ্দিক মিয়ার বাড়ি ভাড়া থাকতেন। শনিবার সকালে তাদের মধ্যে পারিবারিক বিষয়াদি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী হানিফ দা দিয়ে খুকু মনির গলা ও পেটে আঘাত করে। এসময় তার ডাক চিৎকারে প্রতিবেশীরা গিয়ে হানিফকে আটক করে পুলিশে খবর দেয়। গুরুতর অবস্থায় খুকু মনিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
টঙ্গী থানার উপপরিদর্শক চন্দন কুমার ঢাকাটাইমসকে জানান, এ ঘটনায় ঘাতক স্বামীকে পুলিশ আটক করা হয়েছে। তবে কী নিয়ে ওই হত্যাকাণ্ড হয়েছে তা তদন্তের পর বলা যাবে।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

