১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৬

বগুড়ায় কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

বগুড়ার গাবতলী উপজেলায় সোহাগ কর্মকার নামের এক কলেজছাত্রকে ধারালো চাকু দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি শুক্রবার রাত ৯টার দিকে গাবতলী উপজেলার মধ্যকাতুলী হিন্দুপাড়ায় ঘটেছে। সোহাগ ওই গ্রামের অমূল্য চন্দ্র কর্মকারের ছেলে। সোহাগ এবার এসএসসি পাশের পর বগুড়া সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটে ভর্তি হয়। এঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সূত্রে জানান গেছে, সদর উপজেলার মেঘাগাছা গ্রামের মোস্তাফিজারের ছেলে হাবিজার বিভিন্ন গ্রামে সুদের ব্যবসা করেন। শুক্রবার সন্ধ্যায় সুদের টাকা আদায়ের জন্য গাবতলীর মধ্যকাতুলী গ্রামে যায়। সেখানে একজন নারী টাকা দিতে না পারায় হাবিজার তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।  এসময় সোহাগসহ কয়েকজন যুবক হাবিজারকে ওই গ্রাম থেকে বের করে দেয়। পরে রাত ৯টার দিকে হাবিজার ছয় থেকে সাত জন যুবককে নিয়ে এসে সোহাগকে বাড়ি থেকে বের করে ধারালো চাকু দিয়ে আঘাত করে। সোহাগের ভাই সুমন তাকে উদ্ধার করতে গেলে তাকেও চাকু দিয়ে আঘাত করে। এতে সোহাগ ঘটনাস্থলেই নিহত হয়। সুমন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাশার জানান, খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাহের এবং সমিজ নামের দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তার করতে অভিযান চলছে।

দৈনিক দেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ১৫, ২০১৭ ১২:২৪ অপরাহ্ণ