১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০০

ভোলায় কর কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি:

ভোলায় সহকারী কর কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে সরকারী কোয়ার্টার থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তিনি ভোলা সার্কেলের সহকারী কর কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ী খুলনার পাইকগাছা এলাকায়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কর অফিস ভোলা সার্কেলের সহকারী কর কর্মকর্তা জি এম শাহিনুর রশিদ জিমি প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে সরকারি কোয়ার্টারের চতুর্থ তলায় ঘুমিয়ে ছিলেন। রাত পৌনে ৩টার দিকে ফ্যানের সঙ্গে গলায় গামছা বাঁধা ঝুলন্ত অবস্থায় তাকে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ওসি মীর খায়রুল কবির এ খবর নিশ্চিত করে জানান, নিহত কর কর্মকর্তার লাশ ময়নাতদন্তের পর (১৪ জুলাই) আজ শুক্রবার দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে যে তিনি পারিবারিক কলহের জের ধরেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি জিডি করা হয়েছে বলে জানান তিনি।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুলাই ১৪, ২০১৭ ৯:০১ অপরাহ্ণ