নিজস্ব প্রতিবেদক:
চিকুনগুনিয়ার জন্য সিটি করপরেশন দায়ী নয়- দাবি করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এডিস মশাবাহিত ভাইরাস জ্বর চিকুনগুনিয়া ও ডেঙ্গু থেকে রক্ষা পেতে রাজধানীবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তর নগর ভবনের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেয়র এ আহ্বান জানান। সম্প্রতি চিকুনগুনিয়া জ্বরের মারাত্মক প্রকোপ দেখা দেয়ায় এ নিয়ে রাজধানীসহ সারাদেশের মানুষ ক্ষোভ প্রকাশ করে আসছেন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ অনেকেই এর জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষে দোষারোপ করেছেন। মন্ত্রীর দেয়া বক্তব্যের প্রসঙ্গে মেয়র আনিসুল হক বলেন, অনেকেই অনেকভাবে সিটি করপোরেশনকে দায়ী করছেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এডিস মশা নগরীর ময়লা পানি বা ড্রেনে জন্ম নেয় না। এডিস মশা জন্ম নেয় বাসার ফ্রিজের পানি, এসি, সানসেট, ফুলের টবে। তাই এ বিষয়ে নগরবাসীকে আরও সচেতন হওয়ার তাগিদ দেন মেয়র। তিনি বলেন, যেহেতু এই ভাইরাস জ্বর চিকুনগুনিয়ার উৎপত্তি এবারই প্রথম। তাই আগামীতে যেন এর প্রভাব আর না পরে সেজন্য সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার চেষ্টা করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
দৈনিক দেশজনতা/ আই সি