১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৪

দু্র্বিসহ দিন কাটাচেছ ডি এ্ন্ ডি এলাকার মানুষ

নিজস্ব প্রতিবেদক:

ডি এ্ন্ ডি বাধ এখন এক নদীর নাম । প্রতি বছর প্রায় বাড়িতে দেখা দেয় বন্যার মত পানি । এখানের মানুষ এখন দু্র্বিসহ দিন কাটাচেছ মাসের পর মাস । দেখা গেছে যে, আশপাশ এলাকার যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে তা অপ্রতুল । প্রায় সব গুলো বিকল হয়ে পড়ে আছে । জানা যায় যে একটু বৃষ্টির পানিতে বাধের পারের মানুষের জন্য আকাল হয়ে দাড়ায় । আর সবে এলাকার মাঝে যে সকল এলাকা সিটি কর্পোরেশনের আওতায় পড়েনা তাদের অবস্থার তো আর শেষ নেই। নেই কোনো জেলা আর উপজেলার প্রতিনিধিদের তদারকী এবং তাদের কোনো প্রতিশ্রুতি । এ অবস্থার সুরাহা চায় এলাকাবাসী ।

দৈনিক দেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ১৪, ২০১৭ ১২:৩৬ অপরাহ্ণ