২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৭:৩৩

আমি বাঁশিরো সুরে গেয়েছি গান সুখের দোলায় কভু যাইনি আমি দাও মুক্তি”

শিল্পসাহিত্য ডেস্ক:

দাও মুক্তি” লেখক-সবুজ আহম্মেদ

আমি বাঁশিরো সুরে গেয়েছি গান

সুখের দোলায় কভু যাইনি আমি।

রুদ্ধ ঘরে বন্ধি আমি!

আমি দেখবো কলিকা, কুহেলিমলয়,

নিথর চোখে দ্যুতিময় শপ্ন।

দুর্গম পথ আমি দিয়েছি পারি

রক্তক্ষরা পায়ে বিনিদ্র রাত্রি।

দুর্জয়কে আমি করবো জয়

আমায় দাও মুক্তি,

আমি সকলেরে দেব স্বস্তি।

পূর্বাসা এঁকে চলে শহীদের রক্ত

আমি থাকবোনা ঘরে রুদ্ধ।

চারদিকে পরে আছে অজ্ঞাত দুনিয়া

আমি সন্ধান করিবো অজানা।

সপ্তমহী সমুদয় প্রাণের স্থান

আছে পরিমল, আছে তটিনী, আছে বৃক্ষ।

আরো আছে কি জানবো সবি

অনেক অজানা আছে আজো এই পৃথিবী।

অমারজনী লোকে সুপ্তিমগ্ন

ভাবেনা কেউ অস্তরবি,

পেরেশান হয়ে আছে কত নদ-নদী।

মাঠের সবুজ দোলায় স্নিগ্ধ বাতাসে,

প্রাণের সবুজ দোলায় হৃদয় মনকে।

জেতে হবে অজানা দেশে

পলকে সবি বদলে যাবে।

রুদ্ধ ঘরে থাকবো কেমনে ?

‘রুদ্ধ ঘরে দূর্বাদল হলে

সে তো আলোর অভাবে শুকিয়ে যাবে’!

প্রকাশ :জুলাই ১৪, ২০১৭ ১১:৩৭ পূর্বাহ্ণ