২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৯:২৯

আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের অধিনায়ক সাকিব

অনলাইন ডেস্ক:

মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফির আগে নিজেদের ঝালিয়ে নিতে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এতে অপর দল নিউজিল্যান্ড। সিরিজের উদ্বোধনী ম্যাচে ১২ মে স্বাগতিকদের মোকাবেলা করবে টাইগাররা। এতে মাশরাফির পরিবর্তে অধিনায়কত্ব করবেন সাকিব আল হাসান।

অবশ্য এর পেছনে অন্য কোনো কারণ নেই। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে স্লো ওভার রেটের কারণে এক ম্যাচ নিষিদ্ধ হন মাশরাফি বিন মর্তুজা। তাই ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি। মূলত এ কারণেই নিয়মিত অধিনায়কের পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন সাকিব। তবে এর পরের ম্যাচগুলোতে দলের অধিনায়কত্বে ফিরবেন যথারীতি ম্যাশ।

ত্রিদেশীয় সিরিজ শুরুর আগে ১০ মে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজ শেষে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ফের ইংল্যান্ডে ফিরবে মাশরাফি বাহিনী। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ দিয়ে এ টুর্নামেন্টের পর্দা উঠবে ১ জুন। পর্দা নামবে ১৮ জুন।

N/A

প্রকাশ :মে ৮, ২০১৭ ৭:১৯ অপরাহ্ণ