২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:২৩

সড়ক দুর্ঘটনা কমাতে সরকারের কোন উদ্যোগ নেই: ইলিয়াস কাঞ্চন

সড়ক দুর্ঘটনা কমাতে সরকারের পক্ষ থেকে তেমন কোন উদ্যোগ নেই বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) সভাপতি ইলিয়াস কাঞ্চন। আজ সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ‘সড়ক নিরাপত্তা সপ্তাহ ২০১৭’ উপলক্ষে নিসচার কর্মসূচি তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি হওয়া সত্ত্বেও সড়ক নিরাপত্তা নিয়ে নীতিনির্ধারকদের মনোভাব দায়সারা গোছের। জাতিসংঘ তাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় ২০২০ সালের মধ্যে বিশ্বে সড়ক দুর্ঘটনার সংখ্যাকে অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য স্থির করেছে। বিশ্বের প্রায় সব দেশই দুর্ঘটনা নিয়ন্ত্রণ ও সচেতনতা বাড়াতে সড়ক নিরাপত্তা সপ্তাহ পালন করবে। কিন্তু এই লক্ষ্যমাত্রার সঙ্গে সম্পৃক্ত দেশ হওয়া সত্ত্বেও বাংলাদেশে এই সপ্তাহটি পালনে কোনো সরকারি উদ্যোগ নেই। অথচ জাতিসংঘের বিভিন্ন দিবস সরকারি উদ্যোগেই পালিত হয়। ইলিয়াস কাঞ্চন বলেন, গাড়ির গতি যত বেশি হবে, দুর্ঘটনার আশঙ্কা তত বাড়বে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে দেখা যায়, ঘণ্টায় এক কিলোমিটার গতি বাড়লেই দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ৪ থেকে ৫ শতাংশ বেড়ে যায়। চালকের বয়স, লিঙ্গ, প্রশিক্ষণ ও ট্রাফিকসংক্রান্ত জ্ঞানের অভাব, আইন প্রয়োগে গাফিলতি এই ধরনের দুর্ঘটনাকে আরও উৎসাহিত করে।

M/M

প্রকাশ :মে ৮, ২০১৭ ৭:০৯ অপরাহ্ণ