১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৪৪

গাইবান্ধায় কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাপমারা ইউনিয়নের চৌস্থতপুর গ্রাম থেকে শামীমা আক্তার সাথীর (১৯) লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ওই গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে এবং উপজেলার শহরগছি ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, দুপুরে নিজ ঘরে সাথীর লাশ দেখে পুলিশকে খবর দেন নিহতের পরিবারের লোকজন। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি জানান, নিহতের বাম হাতের কব্জিতে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

দৈনিক দেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ১৪, ২০১৭ ১০:২৪ পূর্বাহ্ণ