১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৬

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কাজলী গ্রামে গতকাল সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্টে আরব আলী (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে শ্রীপুর উপজেলার কাজলী গ্রামের ইমান আলীর ছেলে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, আরব আলী নিজ বাড়িতে ফ্যানের সুইজ সংযোগ দিতে গিয়ে অসাবধান বশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। এ ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে আনাহলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

দৈনিক দেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ১৪, ২০১৭ ১০:১৩ পূর্বাহ্ণ