২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:১২

মিশরে বাংলাদেশি মালিকানাধীন ফ্যাক্টরিতে আগুনে নিহত ৩

দৈনিক দেশজনতা ডেস্ক:

মিশরের রাজধানী কায়রোতে বাংলাদেশি মালিকানাধীন একটি সোয়েটার ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক বাংলাদেশিসহ আগুনে পুড়ে অন্তত তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে কায়রোর মার্গ এলাকার খানকা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কারখানার ভেতরে থাকা মালিনগঞ্জ পীরের নাতি জামাই হাফেজ মাওলানা নুর মোহাম্মদসহ ৩ জন নিহত হন। নুর মোহাম্মদ ঢাকার মিরপুরে একটি মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন বলেও জানা গেছে। পুড়ে যাওয়া ওই কারখানার মালিকের নাম বাচ্চু। তার বাড়ি বাংলাদেশের ফরিদপুরে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৫টায় আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে আগুন নিয়ন্ত্রণের আগেই তিনজন নিহতসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
জানা গেছে, মাওলানা নুর মোহাম্মদ ওই কারখানায় শ্রমিকের কাজ করতেন। ওইদিন রাতে তিনি কারখানাতেই রাত্রিযাপন করেন। এদিকে, আগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টার ব্যবধানে মিশরীয় পুলিশ পুড়ে যাওয়া কারখানাটির মালিক মালিক বাচ্চুকে গ্রেফতার করেছে বলেও জানা গেছে।

দৈনিকদেশজনতা/এন এইচ

 

প্রকাশ :জুলাই ১৪, ২০১৭ ১০:০২ পূর্বাহ্ণ