দৈনিক দেশজনতা ডেস্ক:
ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) সামার রিইউনিয়ন এবং কৃতি শিক্ষার্থী সম্মাননা-২০১৭’ আগামী ৪ আগস্ট আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।প্যারিসের একটি অভিজাত হলে এ অনুষ্ঠান করা হবে। এতে ফ্রান্সের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের বিশেষ সম্মাননা দেওয়া হবে।
নিম্ন উল্লেখিত ক্যাটাগরির ছাত্র -ছাত্রীদের আগামী ২০ জুলাইয়ের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ করতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
ক্যাটাগরি-
১. যারা ( BREVET) প্রিমিয়ার ডিপ্লোমা সনদ লাভ করেছেন।
২. যারা BAC -Baccalaureate পাস করেছেন।
৩. যারা ফ্রেঞ্চ ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি/মাস্টার্স ডিগ্রি এবং পিএইচডি ডিগ্রি লাভ করেছেন।
নিবন্ধন
প্রথম ধাপ: উল্লেখিত তিন ক্যাটাগরির মধ্যকার ব্যক্তিরা নিজের নাম, অভিভাববকের নাম, যোগাযোগের নম্বর দিয়ে ০৬০৫৫২৫৮৭৩ নম্বরে যোগাযোগ করে নিবন্ধন করতে পারবেন।
দ্বিতীয় ধাপ: এরপর শিক্ষা সম্পূর্ণ করার প্রমাণ হিসেবে কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া যেকোনো প্রমানপত্র (শিক্ষা সনদ/মার্কশি/অ্যাট্যাস্টেশনের ফটোকপি ) মোবাইল ফোন ও ফেসবুক মেসেজে অথবা bcffrance2012@gmail.com পাঠাতে হবে।তৃতীয় ধাপ: নিবন্ধন প্রক্রিয়া সম্পূর্ণ হলে প্রার্থীকে মেসেজ বা ইমেইলে কনফার্মেশন পাঠানো হবে।এই বিষয়ে বিস্তারিত জানার জন্য যোগাযোগ করতে বলা হয়েছে- একেএম ওয়াসিউজ্জামান (০৬০৫৫২৫৮৭৩) ও আওয়াল রহমানের (০৭৫২২৪১৪১৪) সঙ্গে অথবা ইমেইলে bcffrance2012@gmail.com।অনুষ্ঠানটি সফল করতে বিসিএফ পরিচালক এম ডি নূর ফ্রান্স বাংলাদেশ কমিউনিটিতে এই ধরনের প্রথম আয়োজন সফল করতে ফ্রান্স প্রবাসীদের সহযোগিতা চেয়েছেন।
দৈনিকদেশজনতা/এন এইচ