২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:১১

৭৭ বছরে ফারজানাই প্রথম

আন্তর্জাতিক ডেস্ক:

ইরানের জাতীয় বিমান সংস্থা ‘ইরান এয়ারে’ প্রথমবারের মতো কোনো নারীকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ করেছে।১৯৪০ সালে ইরান এয়ারের যাত্রা শুরু হয়। এরপর থেকে কখনো ঊর্ধ্বতন এই পদে কোনো নারী আসেননি। ইরানের যোগাযোগমন্ত্রী ৪৪ বছর বয়সী ফারজানা শরাফবাণীকে এই পদে নিয়োগ দেন বলে খবর দিয়েছে ইরান ডেইলি। ফারজানা মহাকাশ প্রকৌশল বিজ্ঞানে ডক্টরেট অর্জন করেছেন।

ইরানের ইতিহাসে উদারপন্থী হিসেবে হাসান রুহানি সম্প্রতি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এরপর তিনি ইসলামী প্রজাতন্ত্রের অনেক ঐতিহ্য ভেঙে দেশটির শীর্ষস্থানীয় পদে নারীদের নিয়োগ দিচ্ছেন।

ফারজানা সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ফরহাদ পারভারেশের স্থলাভিষিক্ত হবেন। তিনিই তেহরানের ইতিহাসে মহাকাশ প্রকৌশল বিদ্যার ওপর প্রথম পিএইচডি অর্জনকারী নারী এবং বিমানের মতো প্রতিষ্ঠানে চাকরি নিয়ে প্রথম জাতীয় পতাকা বহনকারী।

এর আগে ফারজানান বিমান সংস্থাটির গবেষণা বিভাগের ডিজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময়ে তিনি বিমানের উন্নতিতে অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১৩, ২০১৭ ৪:১৭ অপরাহ্ণ