১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৫

যুক্তরাষ্ট্র আইএস সৃষ্টি করেছে দাবি হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্ক:

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্যে আইএসকে সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। আবার তারাই আঞ্চলিক দেশগুলোকে তহবিল যোগানোর সবুজ সংকেত দিয়েছে। আইএসের হাত থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুলকে চূড়ান্তভাবে মুক্ত করা উপলক্ষে রাজধানী বৈরুত থেকে দেয়া এক ভাষণে হাসান নাসরুল্লাহ এ কথা বলেন। তার এ ভাষণ টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। মসুল থেকে আইএসকে নির্মূল করার ক্ষেত্রে ইরাকের শিয়া স্বেচ্ছাসেবী বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় তাদের প্রশংসা করেন হিজবুল্লাহ মহাসচিব। গত বছরের অক্টোবর মাস থেকে মসুল মুক্তির অভিযানে ইরাকের স্বেচ্ছাসেবী বাহিনী পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশ্‌দ আশ-শাবি সামরিক বাহিনীকে গুরুত্বপূর্ণ সহযোগিতা দিয়েছে। হাসান নাসরুল্লাহ তার ভাষণে বলেন, যুক্তরাষ্ট্র আইএস-বিরোধী লড়াইয়ের মিথ্যা দাবি করছে বরং তারা শুধু আন্তর্জাতিক সমাজের সঙ্গে তাল মেলাচ্ছে। ভাষণে হাসান নাসরুল্লাহ কিছু আরব গণমাধ্যমের সমালোচনা করে বলেছেন, তাদের সাম্প্রদায়িক প্রচারণার কারণে মধ্যপ্রাচ্যে নিরীহ মানুষকে হত্যা করতে উৎসাহিত হয়েছে আইএস জঙ্গিরা।

দৈনিক দেশজনতা / আই এম :

প্রকাশ :জুলাই ১৩, ২০১৭ ১২:৫০ অপরাহ্ণ