১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৫

সৌদিতে ভবনে আগুন বাংলাদেশি সহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের নাজরান প্রদেশের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের এ ঘটনায় নিহতদের বেশির ভাগই বাংলাদেশি ও ভারতীয় নাগরিক বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন। এখনো পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স। নাইজারের দক্ষিণাঞ্চলীয় প্রদেশের সিভিল ডিফেন্সের এক ট্ইুটে বলা হয়েছে, এ ঘটনায় ১১ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। সিভিল ডিফেন্সের ওই টুইটে বলা হয়, নিহত ও আহতদের বেশির ভাগই বাংলাদেশি ও ভারতীয় নাগরিক।

দৈনিক দেশজনতা/ আই সি

প্রকাশ :জুলাই ১৩, ২০১৭ ১১:০২ পূর্বাহ্ণ