২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মশিউর রহমান

গাজীপুর প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের প্রফেসর ড. মোঃ মশিউর রহমানকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি নিযুক্ত করা হয়েছে।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর আবদুল হামিদ অ্যাডভোকেট ৭ মে থেকে ৪ বছরের জন্য মশিউর রহমানকে এ পদে নিয়োগ দেন।

ড. মশিউর রহমান এস এস সি ও এইচ এস সি উভয় পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বি এস এস (সম্মান) ও এম এস এস উভয় পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে ২০১১ সালে সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে পার্বত্য চট্টগ্রামের নৃ-জনগোষ্ঠীর ওপর পিএইচ ডি ডিগ্রী অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয়ে ২০১৫ সালে তিনি পোস্ট-ডক্টরাল গবেষণা করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগ থেকে তার শিক্ষকতা শুরু। তার পিএইচ ডি গবেষণা কর্ম সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়। এছাড়া বেশ কিছু গবেষণা-প্রবন্ধ দেশ-বিদেশের জার্নাল ও বইয়ের অধ্যায় হিসেবে প্রকাশিত হয়েছে।
 তিনি মার্কিন যুক্তরাষ্ট্র, সুইডেন, ডেনমার্ক, চীনসহ বিভিন্ন দেশে আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন।
 ড. মশিউর রহমান জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সদস্য।
N/R
প্রকাশ :মে ৮, ২০১৭ ৫:৩৮ অপরাহ্ণ