১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:০৬

মুন্সীগঞ্জে বাস খাদে, নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জের শ্রীনগরের ঢাকা-মাওয়া মহাসড়কে গাংচিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় ১০ জনের মতো আহত হন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নিহতদের মধ্যে একজনের নাম তাসলিমা আক্তার (৫৫) বলে জানা গেছে। অপর নিহত ব্যক্তির নাম জানা যায়নি। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কেওয়াটখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আলমগীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে গাংচিল পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো-জ-১৪-১৮-০০) খাদে পড়ার ঘটনাস্থল থেকে ৩০মিটার সামনে মাওয়াগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের অপর একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। এই ঘটনায় ১০ জন সামান্য আহত হন। দুর্ঘটনা দুটির কারণে ঢাকা-মাওয়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। রাত দেড়টার পর থেকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ১২, ২০১৭ ১২:৫৩ অপরাহ্ণ