১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৬

জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৩ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক:

জম্মু-কাশ্মিরের বাদগাম জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার রাতে ওই অভিযান চালানো হয়। রাতভর নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের তুমুল সংঘর্ষ হয়। জম্মু ও কাশ্মীরে নিহত তিনজন হিজবুল মুজাহিদিন জঙ্গি। মঙ্গলবার সন্ধ্যায় সেনাবাহিনী খবর পায় বাদগাম এলাকায় চার জঙ্গি লুকিয়ে আছে। তারপরেই সেখানে অভিযান চালানো হয়। জঙ্গিদের ঘিরে ফেলে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তারা গুলি চালাতে শুরু করে। বুধবার ভোরে দু’পক্ষের সংঘর্ষ শেষ হয়। তিন জঙ্গির মরদেহ পাওয়া গেলেও একজনকে পাওয়া যায়নি। তার খোঁজে তল্লাশি চলছে। নিহতদের মধ্যে জাভেদ নামে এক জঙ্গি চুরপুর এবং আবিদ নামে আর এক জঙ্গি বাদগামের বাসিন্দা। নিহত তৃতীয় জঙ্গির পরিচয় এখনও মেলেনি। মৃত জঙ্গিদের কাছে একটি এসএলআর, একটি পিস্তলসহ আরো বেশ কিছু জিনিস পাওয়া গেছে। অনন্তনাগে অমরনাথ তীর্থযাত্রীদের একটি বাসে হামলার পরেই জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছিল। অমরনাথ যাত্রীদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে জম্মু ও কাশ্মিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১২, ২০১৭ ১২:৫৪ অপরাহ্ণ